ভূরুঙ্গামারীতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈষম্যবিরোধী আহ্বায়ক কমিটির সভা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৫:৩৬ পিএম
ভূরুঙ্গামারীতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈষম্যবিরোধী আহ্বায়ক কমিটির সভা

‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে’ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে জেলা আহ্বায়ক কমিটির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফায়সাল আহমেদ সাগর, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, মাহমুদুল হাসান লিমন, যুগ্ম সদস্য সচিব আপেল মাহমুদ।

এছাড়াও ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীর ছাত্র প্রতিনিধিরাও বক্তব্য দেন।

ইএইচ