ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ২০১২ সালে দায়ের করা শফিক হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।
নবীনগর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই শামীম ও সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে মামলার বাদী জানান, এতোবছর পর আসামি আটকের খবরে আমাদের মনে শান্তি ফিরে এসেছে। জসিম ও ওই ঘাতক মহিলার কঠিন শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে এসআই শামীমের নেতৃত্বে একটি টিম বিমানবন্দর এলাকায় গভীর রাতে অবস্থান করে জসিমকে আটক করার জন্য। নবীনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে নবীনগর থানা পুলিশ সব সময় তৎপর রয়েছে।
ইএইচ