শীতকাল আসলেই সরকারি বেসরকারি বা বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে সবাই কম্বল বিতরণ করে থাকেন। আবার অনেক সময় কয়েক বছরের ব্যবধানে সেই কম্বল নষ্ট হয়ে যায়। তাই শীতবস্ত্রকে দীর্ঘ স্থায়ী হিসেবে ধরে রাখতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক।
বিশেষ করে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের কম্বল না দিয়ে লেপ বিতরণ করছেন তিনি।
এরই অংশ হিসেবে জেলার জলঢাকা উপজেলার দুস্থ নারী কল্যাণ সংস্থা ‘চাঁদমনি’ ও মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদরাসা এবং নুরে জান্নাত উন্মে আমিনা বালিকা এতিমখানার মোট ৪৮ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে লেপ বিতরণ করেন জেলা প্রশাসক নায়িমুজ্জামান।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে শুক্রবার সন্ধ্যায় এসব লেপ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অফিসার আবু বক্কর, থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, চাঁদমনি প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল ও মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ডা. আনোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ