আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ১১:৫৬ পিএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এতে পাঁচ জন গুরুতর অসুস্থ অবস্থায় খোকসা হাসপাতালে ভর্তি ও ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাড়ে ১১টার দিকে ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রাম মো. শরিফুল ইসলামের বাড়ির সামনে দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি হয়।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরেই তাৎক্ষণিক আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দু’গ্রুপের এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ