দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদগঞ্জের শাহ্ আলম

ফরিদগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১২:০০ এএম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদগঞ্জের শাহ্ আলম

দ্বিতীয় বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)।

শনিবার চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জোলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব (পিপিএম) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, ফরিদগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষ আমাকে সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো চাঁদপুর জেলার মধ্যে আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন।

ইএইচ