কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১২:৩৪ পিএম
কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই

গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের দোকানঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের শৈলডুবী ইস্টার্ন হাউজিং রোড এলাকায় একটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত তিন ঘটিকার দিকে জিএমএস ফ্যাক্টরির পিছনে শৈলডুবী ইস্টার্ন হাউজিং রোড এলাকায় একটি দোকানের ভিতরে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ সময় ওই দোকানের আশপাশের আরও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।এদিকে আগুন লাগার খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটের দুটি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এবিষয়ে ডিবিএল মিনি ফায়ার স্টেশনের ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন,বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এসময় দোকানের সম্পন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও প্রায় ১৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকানদাররা।

বিআরইউ