পিলখানা ট্রাজেডির ঘটনায় তৎকালীন বিডিয়ার সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ জেলা শাখার ব্যানারে চাকুরিচ্যুত বিডআর সদস্যরা এবং তাদের পরিবারের স্বজনরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, ডিএডি সাখাওয়াত হোসেন, হাবিলদার গিয়াস উদ্দিন, নায়েক জাহাঙ্গীর হোসেন ও বিডিআরের সন্তান জেসমিন আক্তারসহ অনেকে।
ইএইচ