বাগেরহাটে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষ্যে রোববার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ।
এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ.সালাম, বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস.এম.ছায়েদুর রহমান, সরকারি পি সি কলেজের অধ্যাপক আনসার উদ্দিন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকিরহাট তরিকুল ইসলাম, কৃষক দল নেতা আসাফ উদ দৌলা জুয়েল, অ্যালামাইন অ্যাসোসিয়েশন যদুনাথ স্কুল এন্ড কলেজের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান সুজনসহ প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নানা উপহার প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
ইএইচ