শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৩:২০ পিএম
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন

শরীয়তপুরের ডামুড্যায় পেশাগত দায়িত্ব পালন শেষের বাড়ি ফেরার পথে স্থানীয় সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার প্রধান সম্পাদক সোহেল রানা (৩৬), আলোর জগৎ পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব তালুকদার (৩৫) নামে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাভিশনের শহিদুজ্জামান খান, সাংবাদিক ইসাহাক মাদবর, ডিবিসির রাজিব হোসেন রাজন, কালবেলার মিরাজ সিকদার, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ বুলেটিনের মতিউর রহমান, বাংলাদেশ সমাচারের সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ