বিডিআর সদস্যদের মুক্তিসহ ৩ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৩৭ পিএম
বিডিআর সদস্যদের মুক্তিসহ ৩ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা ও ৭৪ দেশপ্রেমিকের স্মরণে বক্তব্য রাখেন।

তারা এই ঘটনায় দোষী কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, “আমরা ১৫ বছর ধরে অবিচারের শিকার। হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবারকে মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের হারানো সম্মান ফিরিয়ে দিন এবং চাকরিতে পুনর্বহাল করুন।”

এ সময় বক্তব্য দেন, জেলা বিডিআর সমন্বয়ক সৈনিক মো. নাজমুল মিয়া, হাবিলদার সিরাজুল ইসলাম, সৈনিক রেহান উদ্দিন, লান্স নায়েক বিপ্লব পণ্ডিত, সিপাহি আবদুল কাদির, হাবিলদার আবদুল লতিফ, হাবিলদার রফিকুল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ