কাশিমপুরে অপহরণকারী আটক

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৪০ পিএম
কাশিমপুরে অপহরণকারী আটক

গাজীপুরের কাশিমপুরে অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

শনিবার রাতে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের সবুজ কানন লাল মাটি ৫ তলা এলাকা থেকে সাঈদ নামের এক অপহরণকারীকে আটক করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে এবং পলাতক আসামিদের আটকের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত অপহরণকারীকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ