জয়পুরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

মো. আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৫:৩৭ পিএম
জয়পুরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

জয়পুরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘রাইট হেয়ার রাইট নাউ (আরএইচআরএন-২)’ অধিকার এখানে, এখনই  প্রকল্পের উদ্যোগে আয়োজিত সিএসইতে ডিজিটাল উপকরণ এবং কনটেন্ট তৈরিতে তরুণদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ দুপুরে বিজিবি ক্যাম্প ও টিএমএসএস এ  অনুষ্ঠিত হয়।

এসময়  উপস্থিত ছিলেন, প্রকল্পের  এরিয়া কো-অর্ডিনেটর মাধুরি সূত্রধর, এসআরএইচআর স্পেশালিস্ট (আরএইচআরএন-২) জিসান মাহমুদ, ট্রেইনার  তিলক সাহা, মডারেটর  মুব্বাসির তাহমিদ ভূঁইয়া, সুমাইয়া ইসলাম ঋতু,জেলা যুব সংগঠক মুর্শিদা খাতুন, সম্রাট হোসেন প্রমুখ।

যুব জনগোষ্ঠীকে সিএসই সম্পর্কিত ডিজিটাল উপকরণ তৈরি ও ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের ডিজিটাল লিটারেসি সক্ষমতা বৃদ্ধি এবং এসআরএইচআর ইস্যুতে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন।

সমন্বিত  যৌনতা শিক্ষার উপর ডিজিটাল কনটেন্ট তৈরিতে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, অন্যান্য কিশোর-কিশোরীদের এ বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করেছে,স্ব- উদ্যোগে সমন্বিত যৌনতা শিক্ষার উপর বিভিন্ন ধরনের অডিও, ভিডিও কনটেন্ট তৈরি করেছে এবং ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে, বিভিন্ন ইভেন্ট এর ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করেছে এবং সেগুলো ডকুমেন্টেশনের মাধ্যমে প্রচার করা, কর্মসূচির সফল অর্জনের কেস স্টোরি লিখছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। তাদের নিজ নিজ এলাকায় সমন্বিত যৌনতা শিক্ষার উপর বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে পারছে।

বিআরইউ