বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝালকাঠি সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এস এম মনির হোসেনকে সভাপতি ও হেমায়েত উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার বিকাল ৩টায় ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মুহাম্মদ মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝালকাঠি সদর উপজেলা সভাপতি এস এম মনির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিতদের সাংগঠনিক নিয়মে শপথ বাক্য পাঠ করান।
ইএইচ