কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ

মো. আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১২:১৩ এএম
কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ

কেন্দ্রীয় সংগঠনের আহ্বানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে শহরের পিটিআই স্কুল থেকে গোলদিঘি পাড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সরকারকে প্রশ্ন করার অধিকার জনগণের রয়েছে। পুরাতন সংবিধান ৫৪ বছরের অভিজ্ঞতায় অকার্যকর হয়ে পড়েছে। তাই নতুন সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি। বাস্তবিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ আন্দোলনে ১৫০০ থেকে ২০০০ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে হলেও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

নেতারা আরও বলেন, নির্বাচিত সরকার যেই হোক, তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে জনগণের হাতে ক্ষমতা থাকা জরুরি। নতুন সংবিধানের আলোকে জনগণ নির্বাচিত সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারবে।

নেতৃবৃন্দ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারাদেশে জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসমাবেশ করবে। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চলছে।

গণসংযোগকালে নেতাকর্মীরা “জুলাই-এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” স্লোগান দিতে দিতে সাধারণ জনগণকে জুলাই বিপ্লবের পক্ষে উৎসাহিত করেন।

ইএইচ