কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক সংকটে রোগী ভোগান্তি চরমে

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০২:৩৫ পিএম
চিকিৎসক সংকটে রোগী ভোগান্তি চরমে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যহত হচ্ছে স্বাস্থসেবা। মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে পুরো উপজেলা। এতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। অন্যদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। ফলে প্রতিনিয়তই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি নজরে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সোমবার সরেজমিনে দেখা যায়, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের টিকিট কাউন্টারে রোগীদের লম্বা সিরিয়াল পড়েছে। বিভিন্ন সমস্যা নিয়ে স্বাস্থ্যসেবা পেতে ভিড় জমিয়েছে রোগীরা। অথচ ডাক্তার চেম্বার ঘুরে মাত্র তিনজন ডাক্তারের উপস্থিতি পাওয়া গেছে।

জানা যায়, এ হাসপাতালের আউটডোরে প্রতিদিন ২৫০-৩০০ রোগী সেবা নিতে আসেন। অথচ ডাক্তার সংকটের কারণে রোগীদের অনেক বেগ পোহাতে হচ্ছে।

ঠান্ডাজনিত সমস্যা নিয়ে আসা রোগী রুমানা জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে কয়েকদিন ধরে কাশি বেড়ে গেছে। শরীরে জ্বর অনুভব করছেন। চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পরে ডাক্তার চেম্বারের গিয়ে আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চাহিদার তুলনায় ডাক্তার কম থাকায় এধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায, এ উপজেলায় মোট ৩৬ জন ডাক্তারের পোষ্ট রয়েছে। তারমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডাক্তারের মধ্যে ১৩টি পোষ্ট শুণ্য রয়েছে। ৮ জন ডাক্তারের পোষ্টিং এখানে থাকলেও ছুটিসহ বিভিন্ন কারণে ৫ জন অনুপস্থিত রয়েছে। কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মহিপুর উপস্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৬ জন ও ১ জন ডাক্তার থাকার কথা থাকলেও তা এখন শুণ্য রয়েছে। অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রগুলোতে ৮ জন চিকিৎসকের মধ্যে ৬টি পোষ্ট শুণ্য রয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জে এইচ খান লেলীন বলেন, এখানে অনেকদিন ধরেই চিকিৎসক সংকট রয়েছে। অফিসিয়াললি ১০ জন ডাক্তার নিয়মিত দেখালেও কার্যত দুই-তিনজন নিয়মিত রয়েছে। প্রতিদিন আউটডোর ও ইনডোরের রোগীর সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তিনি একটানা দুই-তিন ধরে সার্ভিস দিচ্ছেন বলে জানান। তবে, চিকিৎসক সংকটের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

পটুয়াখালী সিভিল সার্জন কর্মকর্তা এস. এম. কবির হাসান বলেন, সারাদেশেই তাদের ডাক্তার সংকট রয়েছে। তবে, খুব শিঘ্রই কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

ইএইচ