লালমোহনে জাটকা বিক্রির দায়ে দুজনকে অর্থদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৩:১৮ পিএম
লালমোহনে জাটকা বিক্রির দায়ে দুজনকে অর্থদণ্ড

ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে লালমোহন এবং গজারিয়া মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী তাদের এ অর্থদণ্ড প্রদান করেন তিনি।

এ সময় ১৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানায় ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. আল-ইসলাম এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা মো. আমির হোসেন।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, লালমোহন থানার এসআই হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচ