বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়ায় আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর এলাকায় নেয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। উদ্বোধন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট অস্থায়ী মেডিকেল বুথ।
সোমবার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট অস্থায়ী মেডিকেল বুথ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান।
এ সময় ভারত থেকে আসা যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
অস্থায়ী মেডিকেল বুথের সদস্য ডা. সানজিদা ইসলাম জানান, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে সোমবার সকাল থেকে আখাউড়া স্থলববন্দর ইমিগ্রেশনে ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং প্রত্যেক যাত্রীকে সতর্কতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য বলা হচ্ছে।
আখাউড়া থানা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান জানান, এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের মেডিকেল বুথের সদস্যরা আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সকাল ৮টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত দুই টিমে বিভক্ত হয়ে বাড়তি স্বাস্থ্য বার্তা দিচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন সাখাওয়াত হোসেন বলেন, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অস্থায়ী মেডিকেল ডেস্ক উদ্বোধন করা হয়েছে।
ইএইচ