খাদ্য উপদেষ্টা

চাপ কমলে বাজার স্থিতিশীল হয়ে আসবে

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৪:৩৩ পিএম
চাপ কমলে বাজার স্থিতিশীল হয়ে আসবে

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রতি কার্যদিবসে উপজেলাগুলোতে ২ মেট্রিকটন করে ওএমএসে চাল দেয়া হচ্ছে। দরকার হলে আমরা এটা আরও বাড়াবো। আস্তে আস্তে চাপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে। ফলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে।  

সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।

আলী ইমাম মজুমদার আরও বলেন, আমন বরিশাল অঞ্চলে দেরিতে হয়। তবে আমরা আশা করছি আমনের জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সে সময়সীমা অনুসারে আমন সংগ্রহ করা সম্ভব হবে।

বরিশাল অতীতে যেসব কাজে সফল হয়েছে এ বিষয়েও তারা সফল হবে। তিনি আরও বলেন, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। দেশে চাল আমদানি করা হচ্ছে গুদামে দরে রাখার জন্য না। লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে।

তবে সরকারি গুদামে লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগ আমরা এখনই নিব না। কারণ সরকারি গুদামে নেয়ার পর আমরা মার্কেটে ছাড়ি। তবে কৃষকরা যদি আমাদের কাছে বিক্রি করতে চায় আমরা অবশ্যই নিব। তবে নিজেদের তরফ থেকে বাড়িয়ে দিব না। এদিকে সভা শেষে তিনি বরিশালে নির্মিত সাইলো পরিদর্শন করেন।

এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনেরও পরামর্শ দেন খাদ্য উপদেষ্টা।

ইএইচ