স্পিডব্রেকার স্থাপনের প্রতিশ্রুতিতে সড়কে অবরোধ প্রত্যাহার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৪:৪০ পিএম
স্পিডব্রেকার স্থাপনের প্রতিশ্রুতিতে সড়কে অবরোধ প্রত্যাহার

নিরাপদ সড়ক, দুর্ঘটনারোধে দুটি স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মনতলা বাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

এ সময় দু’পাশের শত শত যানবাহন প্রায় ৩ ঘণ্টা আটকা পড়ে।

সোমবার সকাল ১০টায় শুরু হওয়া সড়ক অবরোধ ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। নতুন করে সড়ক সংস্কারের পর স্পিডব্রেকার না থাকায় গেল এক সপ্তাহে ৫টি সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে মসজিদের ইমামসহ ২ জন মারা যায়। আহত হয় আরও ৪ জন।

স্থানীয় এলাকাবাসীর পক্ষে আন্দোলনরত নাঈম হোসাইন জানান, দুটি স্পিড ব্রেকার স্থাপন ও গত (১২ জানুয়ারি) সড়ক দুর্ঘটনায় নিহত পশ্চিম চালিয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মাদ শাহানুর ইসলামের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা নিশ্চিত করা। ইতোমধ্যে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া আমাদের দাবিগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন।

আন্দোলনকারী শাহাবুদ্দিন জানান, সড়কটি সংস্কারের পর থেকে দুর্ঘটনা বেড়েছে। মনতলা বাজারের পাশেই চালিয়াপাড়া মসজিদের ইমামসহ দুজন মারা গেছেন। আমাদের এই আন্দোলনে দূর দূরান্তের যানবাহন সহ যে সকল যাত্রীরা দুর্ভোগে পড়েছেন তাদের নিকট দুঃখ প্রকাশ করছি।

মনতলা হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন জানান, এখানে দুইটি স্পিড ব্রেকার ছিল কিন্তু সড়ক সংস্কারের পর তা না থাকায় এ দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকারের জন্য জেলা সড়ক বিভাগ, ইউএনও ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেও সুরাহা পায়নি। অতি দ্রুত এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।

খবর পেয়ে তিন ঘণ্টা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীকে আগামী দু’ একদিনের মধ্যে স্পিড ব্রেকার স্থাপনের প্রতিশ্রুতি দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক, এখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বার্থে দু’ একদিনের মধ্যে স্পিড ব্রেকার স্থাপনের কাজ শুরু করবো। সড়কের সাথেও আমাদের কথা হয়েছে, তারাও আমাকে আশ্বস্ত করেছেন।

এদিকে বাংলা সিনেমারমত অবরোধ প্রত্যাহারের প্রায় ১৫ মিনিট পর ফরিদগঞ্জ থানা পুলিশের উপস্থিতি দেখা মিলে।

ইএইচ