নাজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:০৩ পিএম
নাজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৭টি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে উপজেলার গাওখালীতে ক্ষতিগ্রস্ত ১২টি দোকান মালিকদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং শ্রীরামকাঠীতে ক্ষতিগ্রস্ত ৫টি দোকান মালিকদের শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রতিটি দোকান মালিকদেরকে ৭ হাজার ৫০০ টাকার চেক এবং ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চঁন্দ্র দাস, উপজেলা বি এন পির সদস্য সচিব মো. আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, শ্রীরামকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারী, শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির সভাপতি নাসির আহম্মেদ মল্লিক, সাধারণ সম্পাদক মাজেদুল কবীর রাসেল, সহ-সভাপতি মো. ফারুক হাসান হাওলাদার, মো. খোকন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা ও শহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

ইএইচ