লালমোহনে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত

লালমোহন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:০৫ পিএম
লালমোহনে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ভোলার লালমোহনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এই মেলা সোমবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ সোমবার মেলার স্টল পরিদর্শন শেষে বিজয়ী স্টল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. নাজিউর রহমান সুমন।

এসময় লালমোহন উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, উপজেলা প্রোগ্রামার মো. রবিউল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএস