পত্নীতলায় তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৮:২৭ পিএম
পত্নীতলায় তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

‍‍`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‍‍` স্লোগানে নওগাঁর পত্নীতলায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের সাথে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়।

পত্নীতলাউপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।  

আরএস