বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ নোটিশ

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১১:৫১ পিএম
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ নোটিশ

দলীয় নির্দেশনা অমান্য করায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক শনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে ঢাকা থেকে এসে বরিশালে বহর নিয়ে শোডাউন করায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এহেন কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও লিখিত আকারে জানতে চেয়েছে কেন্দ্রীয় বিএনপি।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আমরা কোনো শোডাউন করিনি। মূলত আমাদের ঢাকা থেকে ফেরার খবরে উৎসুক নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসে। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যস্ত এলাকা হওয়ায় সেখানে যানবাহনের জট লেগেই থাকে। তারা আরও বলেন, চিঠি পেয়েছি আমরা উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

ইএইচ