নেত্রকোণায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। `জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়" এই প্রতিপাদ্যে আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে নেত্রকোণা সদর উপজেলা প্রশাসন এই বিজ্ঞান মেলার আয়োজন করে।
মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
এসময় উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক আমার সংবাদকে জানান, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতার সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্বাভনী শক্তি বিকাশের উৎসাহ সৃষ্টির লক্ষ্যে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এই মেলায় স্কুল, কলেজ ও মাদরাসার ষোলোটি টিম নিজ নিজ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করে।
বিআরইউ