বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের শান্তি সম্প্রীতি উন্নয়নে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক অসহায় দুঃস্থ নারীদের শীতবস্ত্র,বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের সনদ,নারীদের সেলাই প্রশিক্ষণের সনদ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সকাল ১০টার দিকে সেনা জোন সদরে এসব সহায়তা প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান পিএসসি এবং নবাগত মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল কৌশিক জাহান, পিএসসি, জি।
এসময়, শীতার্তদের মাঝে ১০০টি কম্বল, শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের জন্য ১০হাজার টাকা, ৫০ টি জার্সি, কাঁঠালবাগান জামে মসজিদের জন্য কার্পেট এবং মাটিরাঙ্গা থিয়েটারে সেলাই, কম্পিউটার, নৃত্য ও সংগীত প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ বাবদ ২০হাজার টাকা খরচ করা হয়।
এছাড়াও, মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ৩৭৫ জন পাহাড়ি উপজাতি নারী পুরুষ এবং ২৬৫ জন বাঙালি নারী পুরুষসহ সর্বমোট ৬৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী এসব চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।সহায়তা ও চিকিৎসা পেয়ে উপকার ভোগিরা কৃতজ্ঞতা প্রকাশ করে জোনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
আরএস