বাণিজ্য মেলায় ছত্রিশ স্কয়ার-জুলাই চত্বরে দর্শনার্থীদের ভিড়

রফিকুল ইসলাম,পূর্বাচল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৪:১৫ পিএম
বাণিজ্য মেলায় ছত্রিশ স্কয়ার-জুলাই চত্বরে দর্শনার্থীদের ভিড়

রাজধানীর পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর, এবারের আয়োজনে চব্বিশে জুলাই অভ্যুত্থানে শহীদদের সম্মানে যুক্ত হয়েছে নতুনত্ব। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে করা হয়েছে আলাদা ইয়থ প্যাভিলিয়ন।রয়েছে শহীদ মীর মুগ্ধ এবং আবু সাইদ কর্নারসহ রয়েছে জুলাই বিপ্লব ও ছত্রিশ স্কয়ার। এখানে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সের দর্শনার্থীরা।

দুটি চত্বরে ঘিরে আগ্রহ দেখা গেছে তরুণ থেকে শুরু করে সব বয়সের মানুষেরা।সকাল থেকে দিনব্যাপী মেলায় আসা প্রায় সকল  দর্শনার্থীরা জুলাই ও ৩৬ চত্বরে আসছেন ছবি তুলছেন।

মেলায় আসা দর্শনার্থীরা জানায়,তরুণরা নতুন বাংলাদেশের নতুন বাণিজ্যমেলায় আসুক এবং তাদের যে চেতনা তা উৎযাপিত করুক।তরুণরা যেভাবে আমাদের বাংলাদেশটা সাজিয়েছে তার সম্পূর্ণটা এই মেলায় আসলে দেখা যায়।

গাজীপুর থেকে মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী তাসনিম জাহান সুপ্তি আমার সংবাদ কে জানান,মেলায় প্রবেশ করেই প্রথমে জুলাই চত্বরে এসেছি এখানে তুলে ধরা হয়েছে কীভাবে একজন স্বৈরাচারী কে দেশ  থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে যারা জুলাই বিপ্লব সম্পর্কে ধারণা নিতে চান এখানে চলে আসেন।

আরেক শিক্ষার্থী সৈয়দা হামিদা আক্তার জানান মেলায় আসলাম ঘুরে দেখলাম এবারের নতুন আয়োজন জুলাই চত্তরের চিত্রাঙ্কন গুলো।বেশ সুন্দর করে সাজানো হয়েছে।আসা করি আগামীর প্রজন্ম এর থেকে অনেক শিক্ষা নিতে পারবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেই আমরা জুলাই চত্বর ও ছত্রিশ স্কয়ার করেছি। পুরো জুলাইয়ের ঘটনার একটা ধারাবাহিকতা তুলে ধরে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আমাদের তারুণ্যে শক্তি আমাদের কোথায় নিয়ে যেতে পারে তা তুলে ধরার চেষ্টা করেছি।তরুণ সমাজকে এটা উৎসাহিত করবে নতুনভাবে নতুন দেশকে চিনতে।

আরএস