কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ এজেন্টের ছয় লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৪:২৬ পিএম
কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ এজেন্টের ছয় লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণের মাধ্যমে এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাধা দিতে গিয়ে এক মুদিদোকানদার আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে সফিপুর বাজারের যমুনা রোড এলাকায় হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। আতঙ্ক ছড়ানোর পর দুর্বৃত্তরা বিকাশ এজেন্ট ফারুক হোসেনকে লক্ষ্য করে ককটেল ছোড়ে।

তাঁরা দুটি প্রাইভেট কার থেকে নেমে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। দোকানের পাশের মুদিদোকানদার শিমুল হোসেন বাধা দিতে এলে তাঁকেও ককটেল ছুড়ে আহত করা হয়।

ভুক্তভোগী ফারুক হোসেন জানান, দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নেওয়ার পরপরই কয়েকজন লোক এসে ককটেল ছোড়ে। তারা আমার ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত দোকানদার শিমুল হোসেনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস