‘বিগত সময়ে ক্ষমতাসীনরা দেশটাকে নিজেদের তালুকদারী মনে করেছে’

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৬:২৩ পিএম
‘বিগত সময়ে ক্ষমতাসীনরা দেশটাকে নিজেদের তালুকদারী মনে করেছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, বিগত সময়ে যারাই ক্ষমতার মসনদে আসীন হয়েছে তারাই দেশটাকে নিজেদের তালুকদারী মনে করেছে। আর জনগণকে মনে করেছে তাদের প্রজা। দেশটাকে লুটেপুটে খেয়েছে। তিনি বলেন, জামায়াত একটি গণমূখী রাজনৈতিক দল হিসেবে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ফেনী সার্কিট হাউজ জামে মসজিদ সংলগ্ন মাঠে শহর শাখার ১৩নং ওয়ার্ডের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আমীর আবদুল মমিন সাহেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও শহর সেক্রেটারী মাওলানা সামাউন হাসান ভূঁইয়া।

জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ বলেন, আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় বরং আখেরাতই আমাদের প্রকৃত গন্তব্য। আমাদেরকে স্মরন রাখতে হবে দুনিয়ার ভালো মন্দ কাজের জন্য আখেরাতে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম। তিনি বলেন, যে অন্তরে আল্লাহর ভয় রয়েছে তার পক্ষে পাপাচার অনাচারে ডুবে থাকা সম্ভব নয়।

আরএস