স্থগিতাদেশ প্রত্যাহারে স্বপদ ফিরে পেলেন মির্জাপুর কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৭:৩২ পিএম
স্থগিতাদেশ প্রত্যাহারে স্বপদ ফিরে পেলেন মির্জাপুর কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর

স্থগিতাদেশ প্রত্যাহার করায় স্বপদ ফিরে পেলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা। বুধবার (১৫ জানুয়ারি) টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত প্যাডে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে (জাহাঙ্গীর) মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হইল। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান জানান, তার আহবায়ক পদটি স্থগিত করা হয়েছিল। সেটি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে দলীয় সব ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।

স্বপদে ফেরা জাহাঙ্গীর আলম মৃধা বলেন, শুধুমাত্র বোঝাবুঝির কারণে আমার পদটি স্থগিত করে। দল ফের আমার রাজনীতি ক্যারিয়ার ও সবকিছু বিবেচনা করে আহ্বায়ক পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। জেলা কৃষক দলের আহবায়ক-সদস্য সচিবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আরএস