পাটগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৮:৪৪ পিএম
পাটগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ই জানুয়ারি ) বিকেলে বুড়িমারী ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে  সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ করা হয়।

৮ নং বুড়িমারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপি‍‍`র আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ওয়ালিউর রহমান সোহেল, জি,এস রফিকুল ইসলাম। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজার রহমান, বুড়িমারী ইউনিয়ন বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান।সমাবেশে বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল,যুবদল,ছাত্রদল,ওলামা দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

আরএস