বরিশালে এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:১৭ পিএম
বরিশালে এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কারিগরি প্রকল্প পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে এসডিজি স্থানীয়করণ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা এসডিজি স্থানীয়করণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

আরএস