যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের অনুষ্ঠান করা হয়। উদ্বোধনীর ১ম দিনে এ খেলায় উপজেলা সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও পাশাপোল ইউনিয়ন ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন।
এ ফুটবল খেলার উদ্বোধন করেন যশোর জেলার বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান খান, এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম,বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাছুদুল হাসান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিুর রহমান মোস্তাক, বিএনপি নেতা আব্দুল অহেদ,উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান ।
,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার,সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বিএম হাফিজুর রহমান, ডা. আব্দুর রাজ্জাক,সাবেক কমিশনার ২ নং ওয়ার্ড সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা জাতীয়তাবাদী দল,যুবদল, ছাত্রদল কৃষকদলদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
আরএস