আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি উত্তোলনে জরিমানা

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ১২:৩২ পিএম
আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি উত্তোলনে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বাণিজ্যিক ভাবে বিক্রি করার অপরাধে তিনজনকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড করেছে।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলার ধরখার ব্রিজের পূর্ব-পশ্চিম দুই পাশে ও মনিয়ন্দ এলাকার টানমান্দাইল গ্রামে বুধবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি খনন করায় মালিকবিহীন অবস্থায় ৫টি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় জব্দকৃত ট্রাক মালিক শেখ জুনায়েদ ও উসমান গণিকে দুই লাখ টাকা করে এবং মজিবুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাকৃত তিনজনের বাড়ি উপজেলার ধরখার গ্রামে। জব্দকৃত ট্রাক ছাড়াতে এসে এই জরিমানার কবলে পড়ে তারা। তবে ড্রামে থাকা মাটি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জানান, জনস্বার্থে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা রোদে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ