ভাঙ্গুড়ায় তীব্র শীতকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন এখানকার কৃষকেরা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জমিতে বোরো চারা রোপণ করছেন।
সরেজমিনে দেখা যায়, ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম জুড়ে এখন চলছে বোরো ধানের চারা রোপণের মহোৎসব। কৃষকদের কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার অনেকেই চারা রোপণ করছেন। আবার কেউবা জমি প্রস্তুত করতে ব্যস্ত রয়েছেন।
প্রচুর শীত থাকায় গ্রামাঞ্চলের কৃষকেরা পানিতে একটু দেরি করছেন নামছেন। সূর্যের দেখা পেলে তবেই তারা চারা রোপণে নামছেন।
আগাম তৈরি বীজতলাতে এবারও এই অঞ্চলের কৃষকেরা আগাম চারা রোপণের কাজ শুরু করেছেন। ক্ষেত প্রস্তুত করার লক্ষ্যে জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত দেখা গেছে এলাকার অনেক কৃষকদের।
স্থানীয় কৃষকদের দাবি, কৃষি অফিসের জনবল বৃদ্ধি করে চাষের ক্ষেত্রে তাদের আরও বেশি সেবা দিতে। তবে তারা বোরো আবাদে আরো ভাল করতে পারবেন।
এলাকার কৃষক মামুন দৈনিক আমার সংবাদকে বলেন, ‘জমি প্রস্তুত করে চারা উত্তোলন করছি জমিতে রোপণের জন্য। বোরো ফসলটি ভাল হলে পরিবার পরিজনদের নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারবো। তাই যত্ন সহকারে জমি তৈরি করে চারা রোপণের প্রস্তুত্তি নিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফসল পাবো বলে আশা রাখি।’
উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন জাহান দৈনিক আমার সংবাদকে জানান, এবছরে চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৭০৫০ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে সুপরামর্শ দেয়া হচ্ছে।
বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে হাইব্রিড, উফসি জাতের বোরো ধান চাষ করা হবে। ইতোমধ্যে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে।
চাষিরা যেন সঠিকভাবে বোরো চাষ করতে পারে সে জন্য প্রতি উপজেলার কৃষি কর্মকর্তারা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন।
বিআরইউ