বাকেরগঞ্জে সাংবাদিকের উপর হামলা: পলাতক আসামি গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৩:২৪ পিএম
বাকেরগঞ্জে সাংবাদিকের উপর হামলা: পলাতক আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম দাসের উপর হামলার ঘটনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদ খানকে (৪৪) গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি শহিদ খান বাকেরগঞ্জ পৌরসভার রুনসী গ্রামের ১নং ওয়ার্ডের হাকিম খানের পুত্র।

হামলার ঘটনায় মামলার বাদী উত্তম কুমার দাস বরিশালের বাকেরগঞ্জে দৈনিক কালবেলার প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি  শহিদ খান। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইএইচ