উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
সভাপতি পদে মো. আবদুন নূর (সবুজ বাংলা) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি ডা. কামালুর রহিম সমর (গ্লোবাল টিভি) পেয়েছেন ১২ ভোট, সহ -সভাপতি আবদুল আজিম (স্বাধীন সংবাদ) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি মামুনুর রশীদ (উপকূল কণ্ঠ) পেয়েছেন ১১ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. আলাউদ্দিন (দৈনিক আমার সময়) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি মো. সহিদুল ইসলাম (এসএ টিভি) পেয়েছেন ১৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে জুনায়েদ (দৈনিক শেয়ারবিজ), সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (দৈনিক ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মল্লিক (পল্লী নিউজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনির হোসেন (দৈনিক জবাবদিহি) ১৯ ভোট, প্রতিদ্বন্দ্বি তানভীর আহম্মদ (দৈনিক নতুন চাঁদ) ১৫ ভোট, প্রচার সম্পাদক পদে ফয়সাল মাহমুদ (দৈনিক আলোকিত সকাল) ২০ ভোট, প্রতিদ্বন্দ্বি ফয়েজ আহমদ (দৈনিক গণমুক্তি) ১৪ ভোট, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাকিব (দৈনিক জনতা) ২৪ ভোট, প্রতিদ্বন্দ্বি নিজাম উদ্দীন (দৈনিক সরেজমিন বার্তা) ১০ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে ইসমত দ্দোহা (ক্রাইম প্রতিদিন) ১৯ ভোট, শাহাদাত হোসেন (দৈনিক আজ বার্তা) ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাহাব উদ্দীন (দৈনিক রূপসি বাংলা) ১৭ ভোট পান।
৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী (২০২৫-২০২৬ সেশন) দুই বছর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।
চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট চিকিৎসক ডা. আবদুল কাদের বাহার প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাডভোকেট সামছুল আলম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ইএইচ