সরোবর পার্কে পিঠা উৎসব, যেন ঐতিহ্য ও আনন্দের মেলবন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৫:১৮ পিএম
সরোবর পার্কে পিঠা উৎসব, যেন ঐতিহ্য ও আনন্দের মেলবন্ধন

গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জের সরোবর পার্ক এন্ড রিসোর্টে শুরু হয়েছে এক অনন্য পিঠা উৎসব।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সরোবর পার্ক এন্ড রিসোর্টে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।  

জমকালো উদ্‌বোধনী অনুষ্ঠানে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা, সরোবর পার্কের স্বত্বাধিকারী আরেফিন আজিজ সরদার সিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মণ্ডল, গাইবান্ধা জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত মাহামুদুল হাসান মুসাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।  

সরোবর পার্কের স্বত্বাধিকারী আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘এই উৎসবের মূল উদ্দেশ্য হলো আমাদের হারানো গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের মধ্যে সংস্কৃতির চর্চা বাড়ানো।’

বিআরইউ