চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি টিম।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পৌরসভা সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়ক থেকে একটি অটোরিকশা চালিত সিএনজি-সহ এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।
এঘটনায় আটককৃতরা হলেন লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়ুয়া (৪৫) ও লংগদু থানার বগা চত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।
জানা যায়, কাপ্তাই থেকে সিএনজিটি (রাঙ্গামাটি থঃ ১১-০৭৪০) শহরের দিকে যাচ্ছিলো। এসময় সিএনজিটি তল্লাশি করে ৪টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এরমধ্যে দুই বস্তায় Patron of taste লেখা ৯টি সিগারেটের কার্টুন ও অপর দুই বস্তায় Oris silver premium quality লেখা ৭টি সিগারেটের কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। এসময় সিএনজিটি জব্দ করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ৪ বস্তা সিগারেট, একটি সিএনজি ও দুইজন আসামিকে আটক করা হয়েছে। আমদানি নিতি ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে Power of Act 1974 এর 25B ধারায় মামলা দেয়া হয়েছে।
আরএস