গভীর রাতে কম্বল নিয়ে হাজির রূপসার ইউএনও

রূপসা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৭:২৩ পিএম
গভীর রাতে কম্বল নিয়ে হাজির রূপসার ইউএনও

গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন খুলনার রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু। গভীর রাতে তাকে উপজেলার বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সপ্তাহ ধরে এভাবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বডিং, হাফিজিয়া মাদ্রাসাসহ ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন। কনকনে শীতের রাতে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপল্লুত হয়ে পড়েন।

একাধিক শীতার্ত ব্যক্তি বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। গায়ে কম্বল জড়িয়ে শীত থেকে নিজেদেরকে আরেকটু ভালোভাবে রক্ষা করতে পারছি।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, উপজেলার প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরএস