বরিশালে একদিনের মাথায় ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২

বরিশাল ব্যুরো: প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১১:৩৫ এএম
বরিশালে একদিনের মাথায় ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২

গত ২৪ ঘণ্টার মাথায় ফের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে পরিবহনের ধাক্কায় সেনা সদস্যের স্ত্রী ও বরিশাল-পটুয়াখালীর আঞ্চলিক সড়কে মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

পৃথক এই দুর্ঘটনায় মটরসাইকেলে থাকা আরও চার ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার জানিয়েছেন, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে নয়টায়  বাকেরগঞ্জের দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক স্থানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহণ সেনা সদস্যের মোটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলে সেনা সদস্যের স্ত্রী হোসনে আরা (৩৫) এর মৃত্যু হয়। এসময় সেনা সদস্য বুলবুল মাথায় আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ও তার ছেলে আদিয়ানকে আহত অবস্থায় ইজিবাইক যোগে সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাত বারোটায় ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন।

যাত্রীবাহী সাকুরা (ঢাকা মেট্টো-ব ১৪-৭৯৩৫) বাসটি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু হয়। এসময় সেনা সদস্য ও তার আড়াই বছর বয়সী ছেলেও গুরুতর আহত হন।

নিহত হোসনে আরা ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা ও লেবুখালী সেনা ক্যান্টনমেন্টের কর্মরত ল্যাঃ কর্পোরাল মো. বুলবুলের স্ত্রী হোসনে আরা।

আহত মো. বুলবুল ক্যান্টনমেন্টের ৪৪ বীর ইউনিটে ল্যাঃ কর্পোরাল কর্মরত রয়েছেন। চাকরির কারণে সেনা সদস্য বুলবুল তিনি দুধলমৌ এলাকায় সপরিবারে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বাসটি লেবুখালী ক্যান্টনমেন্টের সেনাবাহিনী জব্দ করেছে । তবে বাসের চালক ও হেলপার পালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি আরো বলেন নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে একই দিন রাত পৌনে এগারোটার দিকে বরিশাল-পটুয়াখালীর বাকেরগঞ্জের আঞ্চলিক সড়ক চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
এবং আহত হয়েছেন সাথে থাকা আরো দুই আরোহী। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মো: ফয়সাল (১৮) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে। ফয়সাল জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।  আহতরা হলেন, এক‌ই কলেজের শিক্ষার্থী মুশফিক ও রাকিব তার নিহত ফয়সালের বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীরা জানান,  তিন বন্ধু মোটরসাইকেল যোগে বরিশাল থেকে তাদের বাড়ি যাচ্ছিলেন। চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে বসে দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলের সাথে বিপরীত থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ফয়সাল ।

পরে স্থানীয়রা মুশফিক ও রাকিবকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আর নিহত ফয়সালের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে সেনা সদস্যের স্ত্রী এবং এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। আমরা তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছি। তিনি আরো বলেন, নিহত পরিবারদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ