দিনাজপুরে জামায়াতের শুভেচ্ছা মিছিল

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:১০ পিএম
দিনাজপুরে জামায়াতের শুভেচ্ছা মিছিল

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে দিনাজপুরে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে দিনাজপুর শহর জামায়াতে ইসলামী আয়োজিত মিছিলটি শহরের রেলস্টেশন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্টেশন চত্বরে এসে শেষ হয়।

আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

সম্মেলন সফল করতে এবং আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে জামায়াতের নেতা-কর্মীরা মিছিলে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম ও মাওলানা মুজিবুর রহমান, বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম।

সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল, সোহেল রানা, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাসুদ রানা প্রমুখ।

ইএইচ