মাদারীপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে হাসপাতাল

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:৫৯ পিএম
মাদারীপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে হাসপাতাল

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে এলাকায় সিটি হাসপাতাল চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। এতে করে দুর্ঘটনার আশঙ্কার করছে স্থানীয়রা।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর পৌরসভার টেকেরহাট এক নম্বর ব্রিজ এলাকার মহাসড়কের পাশের একটি পুকুর ভরাট করে ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে এই ভবনেই সিটি হাসপাতালের কার্যক্রম শুরু করেন।

কার্যক্রম শুরু করার পরেই ভবনে দেখা দিয়েছে ফাঁটল। এতে করে দুর্ঘটনার আশঙ্কায় করছে স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র ছাড়াই চলছে। তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দাবি ষড়যন্ত্র করে কেউ কেউ মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা ওমর শেখ বলেন, যেখানে হাসপাতাল নির্মাণ করা হয়েছে ওখানে আগে পুকুর ছিল। পুকুর ভরাট করেই হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি হাসপাতাল লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে। তবে প্রয়োজনীয় সব কাগজপত্র না থাকায় লাইসেন্স নবায়ন করা হয়নি।

রাজৈর পৌরসভার সচিব ইকরামুল্লাহ চৌধুরী বলেন, মাটি পরীক্ষায় উত্তীর্ণ হলে ৬ তলা ভবনের অনুমতি দেয়া যেতে পারে। তবে সিটি হাসপাতালের ভবন নির্মাণের অনুমতি আছে কিনা তা জানা নেই বলে জানান তিনি।

সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান আনিচ বলেন, ইটের গাঁথুনি পানি কম দিলে ফাটতেই পারে। আমার সম্পদ। আমার মাথা ব্যথা নেই, অন্যদের মাথা ব্যথা? ফায়ার সার্ভিস, পৌরসভা সবকিছু দেখেই অনুমতি দিয়েছে। মানুষ শত্রুতা মূলকভাবে এসব মিথ্যা কথা বলছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মদ বলেন, যেসব শর্তসাপেক্ষে সরকার লাইসেন্স দিয়ে থাকে তা প্রতিপালন হচ্ছে কিনা তা আমরা পর্যবেক্ষণ করি। যদি কোন বিঘ্ন করতে দেখি তাদের আমরা পরপর ৩টি নোটিশ দেই। যদি সংশোধন না হয় তখন আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করে দেই। হাসপাতালটি লাইসেন্স নবায়নের পর্যায় আছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে লাইসেন্স নবায়ন করা হবে না।

ইএইচ