রাজবাড়ীর কালুখালীতে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় কালিকাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ মোল্লা দারোগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।
সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম সরদার, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সানাউর রহমান খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জামাল খান, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ, রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য শেখ রানা প্রমুখ।
ইএইচ