হাটহাজারীতে মিনিট্রাকের ধাক্কায় যুবক নিহত

সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:৩৫ পিএম
হাটহাজারীতে মিনিট্রাকের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মিনিট্রাকের ধাক্কায় মোহাম্মদ সাইম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকাল ৪টার উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর বাজারে রামগড় মহাসড়কের ওপর দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইম পার্শ্ববর্তী উপজেলা রাউজানের পশ্চিম ফতেহনগর খুরশিদ বাপের বাড়ির মো. মতিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে পিকআপ চালক বলেন, ডিম কেনার উদ্দেশ্যে চৌধুরীহাট থেকে মানিকছড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ ওই যুবক রাস্তা পারাপার হতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা লাগে। রক্তাক্ত অবস্থায় একটি সিএনজি যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডা. জান্নাতুন নুর।

এদিকে ঘটনার খবর পেয়ে মডেল থানার এসআই আরিফের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহালসহ যাবতীয় কার্যক্রম শুরু করেন।

ইএইচ