জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৪:১০ পিএম
জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ

জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ৩১টি ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর নৃগোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে এসব গরু বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১২টায় জয়পুরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এসব গরু বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জিয়াউর রহমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, প্রথম ধাপে ৩৩টি গরু বিতরণের কথা থাকলেও গরুগুলো নির্ধারিত মানের না হওয়া ২টি গরু রেখে বাকিগুলো ফেরত দেয়া হয়েছিল। আজকে ৩১টি গরু বিতরণ করা হয়েছে সেগুলো টেন্ডার শিডিউল অনুযায়ী ভালো মানের গরু আমরা বুঝে পেয়েছি। তারপরও কোন গরুর সমস্যা থাকলে তা আমাদের দপ্তর থেকে সেগুলোর চিকিৎসা করা হবে এবং ১ মাসের মধ্যে কোন গরু মারা গেলে তার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য গরু দেওয়া হবে।

সদর উপজেলায় মোট সুফলভোগীর সংখ্যা ২০৬৯ জন। এ পর্যন্ত অনুদান বিতরণ করা হয়েছে ১২৯৬টি।

ইএইচ