নলছিটিতে ইয়াবাসহ দুই যুবক আটক

আরিফুর রহমান, নলছিটি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৪:১৩ পিএম
নলছিটিতে ইয়াবাসহ দুই যুবক আটক

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পৌর এলাকার বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

আটকরা হলেন- নলছিটির নান্দিকাঠি এলাকার রায়হানুল ইসলাম ওরফে সোহাগ (৪৪) ও মালিপুর এলাকার মো. রনি (২৬)।

নলছিটি থানার ওসি আব্দুস ছালাম বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ