ঝালকাঠির নলছিটিতে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নুসরাত জাহান।
রোববার দুপুরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ জানুয়ারি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত তাকে নলছিটি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নুসরাত জাহান ৩৮তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ২৭ মে থেকে দুমকীর সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ইএইচ