রাণীশংকৈলে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:০৩ পিএম
রাণীশংকৈলে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারি ও মাদক সেবনকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মহল বাড়ি এলাকার মো. রাশেদের ছেলে সাগর (২২), বাজেবাক্সা এলাকার মৃত রণজিৎ কুমারের ছেলে শান্ত কুমার (৩৫) ও নেকমরদ ভবানন্দপুর এলাকার আতাউর রহমানের ছেলে আরমান আলী (১৯)।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক জানান, মাদকের বিরুদ্ধে ছাড় নয়। মাদক কারবারির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ