ফটিকছড়ি থানা পেশাজীবী পরিষদের কমিটি গঠিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৭:০৩ পিএম
ফটিকছড়ি থানা পেশাজীবী পরিষদের কমিটি গঠিত

ফটিকছড়ি থানা পেশাজীবী পরিষদের কমিটি গঠিত হয়েছে।

শনিবার উপজেলা সদর বিবিরহাটের একটি রেস্টুরেন্টে পেশাজীবী পরিষদের গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন তালুকদারকে সভাপতি, মুহাম্মদ নাছির উদ্দীন কোম্পানিকে সহ-সভাপতি, মুহাম্মদ শোয়াইবকে সাধারণ সম্পাদক ও এইচ এম নিজাম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০২৫ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী পরিষদের সভাপতি প্রকৌশলী বোরহান উদ্দিন।

থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজের পরিচালিত সভায় ফটিকছড়ির বিভিন্ন পেশাজীবিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

ইএইচ