বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। এ কর্মসূচির অংশ হিসেবে চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার ৯ ইউনিয়নের দরিদ্র ৫০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে দুই বান করে ১০০ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।
ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমির অধ্যাপক মাওলানা মহিউদ্দিন হাসান, নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি নুর হোসেন রিয়াজ, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন সভাপতি মুরাদ হোসেন রনি, পরকোট ইউনিয়ন সভাপতি কামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ইএইচ